কুষ্টিয়া কুমারখালী সেরকান্দি গ্ৰামে গাঁজা সেবনের দায়ে তিন জন কে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে কারাদন্ড প্রাপ্তদের কুষ্টিয়া কারাগারে প্রেরণ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো, কুমারখালী বাখই মহব্বতপুর গ্ৰামের আকাই এর ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৫)কে, ১ মাস ও বড় মাটিয়াট গ্ৰামের আব্দুল হামিক এর ছেলে মোঃ সুজন (৩২) কে ২ মাস, সেরকান্ডি গ্ৰামের মৃত দুলাল শেখের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৫০) কে ৩ মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত।

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন বলেন, জেলা জুড়ে নিয়মিতই আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকি। তারই অংশ হিসেবে কুমারখালীতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে কুমারখালী শেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করা হয়।

এসময় আদালত তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এ ধরনের অভিযান চলমান রয়েছে, সামনের দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বার্তাবাজার/রাহা