ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর,ক্যাভার্ড ভ্যান ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থী আনু মণ্ডল মন্টুর তিন কর্মীকে মারপিটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী এলাকায় এ ঘটনা ঘটে।
সভাপতি প্রার্থী আনু মণ্ডল মন্টু বলেন, আমার কর্মীসমর্থকেরা শান্তিপূর্ণ ভাবে ডাকবাংলা এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় আমার প্রতিপক্ষ প্রার্থী মাসুদ রানার কর্মী পাপ্পু, রাজা,মেজবাহ,হাসু ও রবিউল মোটরসাইকেলযোগে এসে আমার কর্মীসমর্থকদের উপর হামলা করে। এ সময় নুরুল ইসলাম সরকার, মো: সেলিম ও গাজী আব্দুল্লার উপর হামলা চালায়।
এ সকল অভিযোগ অস্বীকার করে সভাপতি প্রার্থী মাসুদ রানা জানান, আমার কর্মীসমর্থকেরা মোটরসাইকেল সোডাউন করছিল সেসময় অতিরিক্ত পরিমাণ মদ্যপান করে আনু মণ্ডলের কর্মীরা তাঁদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এম আই