আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার ৭নং সব্দালপুর ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সকাল ১০টায় সব্দালপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১০ কেজি করে ৩৬৮১ জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।
প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ পরিষদের সচিবসহ সকল ইউপি সদস্য।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। উপহারের চাল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা।
বার্তাবাজার/এম আই