মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি মেহগনি বাগান থেকে শুক্রবার সকালে সাধন কুমার সাহা (৩৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
সাধন কুমার সাহা শ্রীপুর উপজেলার নাকোল সাহাপাড়া গ্রামের অপূর্ব কুমার সাহার ছেলে এবং ওয়াপদা মোড় বাসস্ট্যান্ড বাজারের মনিষা কসমেটিক্স দোকানের মালিক।
শ্রীপুর থানা পুলিশ সকাল ৮টায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় সাংবাদিকদের বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠিয়েছি। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক তথ্য জানা যাবে। তিনি আরো বলেন এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ দায়ের করে নাই।
বার্তাবাজার/এম আই