বগুড়া শেরপুরের খানপুর পশ্চিম চরপাড়া গ্রামের প্রায় ৩০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় প্রায় ৫০ পরিবার ভোগান্তিতে পরেছে। এমনকি ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে না পাড়ায় লেখাপড়া ব্যহত হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে শেরপুর থানায় নুর হোসেনসহ চার জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর কয়েক দফায় বৈঠক হলেও মিমাংসা করতে পরেনি থানা ও এলাকাবাসি।

জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর পশ্চিম চরপাড়া গ্রামের মৃত মহির প্রামানিকের ছেলে প্রভাবশালী নুর হোসেন পশ্চিম চরপাড়া গ্রামের ৫০ পরিবারের একমাত্র চলাচলের রাস্তা গত দেড় সপ্তাহ আগে কেটে ও রাস্তার ৩ জায়গা দিয়ে বেড়া ও গাছ লাগিয়ে বন্ধ করে দিয়েছে। এতে ওই গ্রামের কমলমতি ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছেনা। তাতে তাদের লেখা-পড়া ব্যহত হচ্ছে। এছাড়াও প্রসূতী মায়েদের হাসপাতালে নিয়ে যেতে পারছেনা। এ ঘটনায় ইছাহাক আলী বাদি হয়ে নুর হোসেন, শাহীন হোসেন, জাকিরুল ইসলাম , সুন্দরী বেগম ও কজলসুম বিবির বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে খানপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর ছাত্রী বিথী ও রাবেয়া বলেন, রাস্তা বন্ধ হওয়ার কারণে স্কুলে যেতে না পারায় পরীক্ষা দিতে পারিনি।

প্রভাবশালী নুর হোসেনের সমাজের লোক সাইফুল ইসলাম, শফি ও রোকেয়া বলেন, ভুক্তভোগী পরিবারদের পক্ষে কথা বলায় নুর হোসেন আমাদের সমাজ থেকে বাদ দিয়ে দিয়েছে।

চরপাড়া গ্রামের ভুক্তভোগী মনোয়ারা, গোলেজা ও আল্পনা বেগম বলেন, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমরা গৃহবন্দী হয়ে পরেছি। রাস্তার অভাবে অসুস্থ ব্যক্তিদের কাধে করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে।

এ ব্যাপারে খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার হোসেন বলেন, রাস্তা বন্ধ করা বিষয়ে গত কয়েকদিন আগে একটি বৈঠক করা হয়েছিল। সেখানে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেয়া হয়েছে। কিন্তু সেই কমিটি এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে আসেনি।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এ ঘটনার সত্যতা পেলে কঠোর ভাবে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার/জে আই