দেশব্যাপী অসহনীয় বিদ্যুতের লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে লালমনিরহাট নেসকো বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এই কর্মসুচী পালন করে।

বৃহস্পতিবার বেলা ১১টায় নেসকো অফিসের সামনে বিএনপির নেতৃবৃন্দ অবস্থান নেয়। নেতাকর্মীদের অবস্থানের পূর্বে সকাল থেকেই নেসকোর নিরাপত্তা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যরা অবস্থান নেন। অবস্থান কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগের সাংগাঠনিক ও জেলা সভাপতি আসাদুল হাবিব দুলু। তিনি সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সংসদ মমতাজের সমালোচনা করেন। তিনি বলেন ওবায়দুল কাদের সাহেব বলেন বিদ্যুত আছে লোডশেডিং আছে। আবার মমতাজের সমালোচনা করে বলেন কারেন্ট নিবেন বিদ্যুত নিবেন আমি কারেন্টের ফেরিওয়ালা।

এছারা আরও বলেন বিদ্যুত বিভাগ চাহিদা দেয় ১২ মেগা ওয়াট এর মধ্যে সাপ্লাই হয় ৬ মেগাওয়াট বাকী ৬ মেগাওয়াটের টাকা যায় আওয়ামীলীগের পকেটে। কোন মাসের মাসিক বেতন বাকী না থাকলে ও তারা কয়লা কেনার টাকা বকেয়া রাখতে রাখতে আজ সাধারন মানুষের উপর অসহনীয় লোডশেডিংয়ের চাপ ফেলে দিয়েছে। আগামী দিনে বিএনপির পক্ষ থেকে আসা যে কোন কর্মসুচীতে সকল নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহব্বান জানিয়ে বক্তব্যে শেষ করেন।

অবস্থানের পর বিএনপির জেলা কমিটির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলার নেত্বীত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নেসকোর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

বার্তা বাজার/জে আই