আমাদের আবহাওয়াবিদ এবং কৃষিবিদ দুটোই আছে। কিন্তু আমাদের কৃষি-আবহাওয়াবিদ নেই। আবহাওয়া ও তার পরিবর্তনের সাথে কৃষি অনেকটাই জড়িত। আবহাওয়ার সাথে মিল রেখে কৃষি কাজ ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসতে হবে। এ ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে এগ্রোমেটিওরোলজি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘কৃষি আবহাওয়া সংক্রান্ত পরামর্শ পদ্ধতি: বর্তমান অবস্থা ও ভবিষ্যতপ্রেক্ষাপট’ শীর্ষক একটি আলোচনা সভায় এসকল কথা বলেন কৃষি স¤প্রসারণ বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রকল্প পরিচালক ড. শাহ কামাল খান। এগ্রোমেটিওরোলজি বিভাগ কর্তৃক আয়োজিত সম্মেলনটি বুধবার (০৭ জুন) সকাল ১১টায় এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত হয়। সভাটি “কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প” এর অর্থায়নে আয়োজিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কৃষির উপর আবহাওয়ার প্রভাব ও গুরুত্ব সংবলিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন প্রকল্প পরিচালক ড. শাহ কামাল খান। পরবর্তীতে এগ্রোমেটিওরোলজি বিষয়ক একটি মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, এগ্রোমেটিওরোলজি বিভাগের মাধ্যমে কৃষিক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদন ও সর্বনিম্ন ব্যয় নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া আগাম বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে আমাদের কৃষি উৎপাদনকে বাঁচানো সম্ভব হবে। আমরা একেবারে মাঠ পর্যায়ে আবহাওয়া ও এ সম্পর্কিত তথ্য পৌছে দিতে বিভিন্ন আধুনিক ও যুগোপযোগী মাধ্যম ব্যবহার করছি। এ লক্ষে আমরা স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন, স্যাটেলাইটের ব্যবহার, মোবাইল এপ্লিকেশন, ওয়েবসাইট সেবাসহ বিভিন্ন আধুনিক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি।
এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. বি. এম আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে ও একই বিভাগের প্রভাষক উম্মে সুমাইয়া শাম্মীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রকল্প পরিচালক ড. শাহ কামাল খান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ হারুন-অর-রশিদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী,ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) এর পরিচালক অধ্যাপক ড. মোঃ এনামুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আজহারুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম-১,পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল বাতেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও এগ্রোমেটিওরোলজি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/রাআ