পটুয়াখালীর দুমকিতে সাড়ে ১৭ টন জেলেদের ভিজিএফের সরকারি চাল আত্নসাতের অভিযোগ এনে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর এর গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ২ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার জনতা কলেজ মোড় থেকে আংগারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে একটি মিছিল শুরু হয়ে থানাব্রিজ, বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী করেন।

উল্লেখ, গত শ‌নিবার রাত সা‌ড়ে ১০টার সময় দুমকী থানা পু‌লি‌শের সহায়তায় উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার মোঃ শা‌হিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বাড়ি থেকে সাড়ে ১৭ মেট্রিকটন চাল জব্দ ক‌রেন। এ ঘটনায় রবিবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান তালুকদার বাদি হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোঃ আব্দুল হান্নান জানান, অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলমান রয়েছে। আইনানুগ ব্যাবস্থা প্রকৃয়াধীন আছে।