কক্সবাজারের টেকনাফে পুলিশি অভিযানে পালিয়ে যাওয়ার সময় আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে দোলন ধর (৩৫) নামের এক এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সোনা রাম ধরের ছেলে ও পৌর শহরের লামার বাজার চম্পা জুয়েলার্সের মালিক।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টায় চকরিয়া মালুমঘাট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সজল ধর জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ২টার সময় টেকনাফ থানা পুলিশের একটি দল সাবরাং এলাকার হত্যা মামলার এক আসামীকে নিয়ে কায়ুকখালী পাড়া এলাকায় দোলন ধরের বাসায় অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি দেখে ভয়ে বাসার ছাদ বেয়ে নামার সময় পড়ে গিয়ে আহত হয়। আহত অবস্থায় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করেন। সকালে চকরিয়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের বিরুদ্ধে কোন মামলা ছিলোনা।

সন্ধ্যায় রামু রাজারকুল পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পারিবারিক সূত্র।