ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার কক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভাগী কমিশনার মো. সাবিরুল ইসলাম এ শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মনিরুল হক, ভাইস চেয়ারম্যান মো. ইয়াছিন মোল্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আছিয়া খানম মৌসুমি।

শপথ গ্রহণ শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে নবনির্বাচিত আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ৫ জুন সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ৪০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। ওই নির্বাচনে ৩টি পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৯, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।