চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী।

আগামী চার বছরের জন্য এই পদে নিয়োগ পেলেও রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্র‍য়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বুধবার (৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এবং বিশ্ববিদ্যালয় আইন অনুসারে অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে পাঁচ শর্তে নিয়োগ দেয়া হলো।

১৯৬১ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগীত ইউনিয়নে জন্মগ্রহণ করেন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সাল থেকে একই বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ২০০৩ সালের ১ আগস্ট তিনি এই বিভাগের সভাপতির দায়িত্ব পান।

অধ্যাপক সেকান্দর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ও বাম সমর্থিত প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ দলের আহ্বায়ক। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন।