উখিয়ায় ভূমিধ্বস রোধকল্পে করণীয় বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সহযোগিতায় ড্যানিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) কর্তৃক প্রশিক্ষণের আয়োজন করে।

উখিয়া অফির্সাস ক্লাব কনফারেন্স রুমে অনুষ্ঠিত “প্রাকৃতিক সমাধানের মাধ্যমে ভূমিধ্বস রোধ ও দুর্যোগ প্রশমন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, ইউএনডিপি’র উপজেলা ফিল্ড সমন্বয়কারী সেলিম উদ্দিন,উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফিল্ড কো-অর্ডিনেটর, ড্যানিস রিফুজি কাউন্সিলের সুপারভাইজার ও সিপিপির টিম লিডারসহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রাকৃতিক উপায়ে ভূমিধ্বস থেকে জামাল রক্ষা ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে জরুরী ভিত্তিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।