অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ‘মুজিব শতবর্ষ ভাষা জাদুঘর ও ভাষা লিখনরীতি আর্কাইভস’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার ( ২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিব শতবর্ষ ভাষা জাদুঘর ও ভাষা লিখনরীতি আর্কাইভস উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতি হিসেবে আমাদের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। দুর্ভাগ্য আমাদের, একটা সময় ইতিহাসকে বিকৃত করা হয়েছে। কিন্তু ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারবে না। সময়মতো ইতিহাস আপন আলোয় উদ্ভাসিত হয়। এখন আর সেই দিন নেই। মানুষ এখন প্রকৃত ইতিহাস জানতে পারছে। বিজয়ী জাতি যদি মাথা উঁচু করে চলতে না পারে, তাহলে বিজয় কীসের? আমাদের ভাষার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিলো; শুধু তাই নয়। ভাষাকে বিকৃত করারও বহু অপচেষ্টা হয়েছিলো। আমরা লড়াই সংগ্রাম করে মাতৃভাষার অধিকার আদায় করেছি।

তিনি আরো বলেন, শিক্ষার জন্য মাতৃভাষা গুরুত্বপূর্ণ। বিশ্ব এখন এতো কাছাকাছি, একে অপরের ওপর নির্ভরশীল। বিদেশি ভাষা শেখার প্রয়োজন আছে। কিন্তু শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিৎ। পাশাপাশি অন্য ভাষা শিখার সুযোগ থাকতে হবে।

বার্তা বাজার/আইএফ