গুরুতর অসুস্থ অবস্থায় অভিনেতা মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। স্ট্রোক করেছিলেন এই অভিনেতা। বর্তমানে তিনি স্নায়ুরোগ বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তী বিগত কয়েক দিন ধরেই কলকাতায় শাস্ত্রী ছবির শুটিং করছিলেন। সোহম চক্রবর্তী প্রযোজিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন মিঠুন।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে হঠাৎ করে তার শারীরিক অস্বস্তি হতে থাকে। ভোরে তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।
গত বছর পূজায় তার ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সেই ছবি প্রশংসা কুড়ায় দর্শক মহলে। এবার সদ্য নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন তিনি।
বার্তা বাজার/ জে আই