দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩ রংপুর ৫ মিঠাপুকুর আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির হোসেন সরকার ট্রাক প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মোঃ রাশেক রহমান।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। এরপর নির্ধারিত বিরতি শেষে শুরু হয় গণনা।

বিজয়ী জাকির হোসেন সরকার ট্রাক প্রতিক নিয়ে ১ লক্ষ ৯ হাজার ৭০৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা নিয়ে রাশেক রহমান পেয়েছেন ৭৪ হাজার ৫’শ ৯০ ভোট।

এছাড়াও মোঃ আনিছুর রহমান(জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীক নিয়ে ১০৩৩৪ ভোট, মোঃ আব্দুল ওয়াদুদ মিয়া(বাংলাদেশ সুপ্রিম পার্টি) একতারা প্রতীক নিয়ে ১১৫ ভোট, মোঃ আব্দুল বাতেন(বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ) টেলিভিশন প্রতীক নিয়ে ১৩২৬ ভোট, মোঃ আব্দুল হালিম মণ্ডল(কৃষক শ্রমিক জনতা লীগ) গামছা প্রতীক নিয়ে ১০৭ ভোট, মোঃ এনামুল হক(ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) চেয়ার প্রতীক নিয়ে ২৬৫ ভোট, মোঃ মাহবুবুর রহমান(বাংলাদেশ কংগ্রেস) ডাব প্রতীক নিয়ে ৩২৭ ভোট পেয়েছে।

মোট বৈধ ভোটের সংখ্যা- ১৯৬৭৭৩। বাতিলকৃত ভোটের সংখ্যা- ৩৫৬৪ । সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা-২০০৩৩৭।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪২৯,৩৪৭ জন, কেন্দ্র সংখ্যা ১৫০টি। এর মধ্যে পুরুষ ভোটার ২১৮,৩৮৭। নারী ভোটার ২২১,৯৮৪। তৃতীয় লিঙ্গের ৪ জন। ফলাফল বেসরকারি ভাবে ঘোষণা করেছেন মোহাম্মদ মোবাশ্বের হাসান জেলা প্রশাসক রংপুর ও রিটার্নিং কর্মকর্তা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

বার্তাবাজার/এম আই