বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি। মোনাশ ইউনিভার্সিটির মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া ক্যাম্পাসে গ্লোবাল এক্সিলেন্স এবং মোবিলিটি স্কলারশিপ বা জিইএমএস নামের এ স্কলারশিপে পিএইচডি প্রোগ্রাম হবে। যার মধ্যে প্রথম ৩০ মাস মালয়েশিয়া ক্যাম্পাসে এবং পরের ১২ মাস অস্ট্রেলিয়ার ক্যাম্পাসে। বাংলাদেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

এ বৃত্তির সুবিধাগুলো –

* সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ;

* মালয়েশিয়া থাকার সময়ে প্রথম ৩০ মাস প্রতি মাসে ২ হাজার ৮০০ রিঙ্গিত পাওয়া যাবে;

* পরের ১২ মাস অস্ট্রেলিয়া থাকার সময়ে প্রতি মাসে ৮ হাজার ৫০০ রিঙ্গিত পাওয়া যাবে;

* মালয়েশিয়া থেকে প্রোগ্রাম শেষ করে অস্ট্রেলিয়া যাওয়ার সময় আলাদা ভ্রমণ ভাতা পাওয়া যাবে।

আবেদনের যোগ্যতা –

* আবেদনকারীকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

* একাডেমিক ভালো ফল থাকতে হবে;

* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

* আইইএলটিএসে স্কোর ৬ দশমিক ৫ থাকতে হবে। প্রতিটি সেকশনে অন্তত ৬ করে থাকতে হবে;

* ভাষা দক্ষতার সনদ

* রিসার্চ প্রপোজাল

* দুটি রেফারেন্স লেটার

* নিজেকে কেন এ প্রোগ্রামের জন্য উপযুক্ত মনে করেন, তা ৩০০ শব্দে লিখতে হবে।

আবেদনের শেষ সময় : আগামী ৩১ ডিসেম্বর ২০২৩

বার্তা বাজার/জে আই