মাগুরা-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী বিশ্বসেরা ক্রিকেট অল রাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের উন্নয়নের সে ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। নৌকায় ভোট দিলে আমি জিতবে, মাননীয় প্রধানমন্ত্রী জিতবে, আওয়ামী জিতবে, বাংলাদেশ জিতবে। এটা আমার বাবার ইউনিয়ন, আপনাদের কাছে আমার দাবি বেশি।

মঙ্গলবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুরস্থ সাকিবের দাদা বাড়ির স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি এ্যাড.সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানসহ অন্যরা।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমাম মিল্টনের সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা শিল্পপতি রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, নৌকা আমার কাছে আমানত ছিল মাননীয় প্রধানমন্ত্রী সাকিবের হাতে নৌকা তুলে দিয়েছেন। আমরা মাগুরার আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ। সকলে মিলে নৌকাকে বিজয়ী করে মাগুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো।

বার্তাবাজার/এম আই