রাজশাহীর জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মাদারীপুরের রাজৈরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ মে) বিকেলে রাজৈর বাস স্ট্যান্ডে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামীলীগের একাংশ। এসময় প্রধান প্রধান সড়ক পদক্ষণ করে উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিসে এসে মিছিলটি শেষ হয়।
পরে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক (একাংশ) শাহাবুদ্দিন শাহা, রাজৈর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (একাংশ) শেখ সাগর আহমেদ উজির, উপজেলা যুবলীগের আহবায়ক রিজওয়ানুল হক রেজন, যুগ্ম-আহবায়ক ইমরুল হাসান খালিদ, পৌরসভা যুবলীগের সভাপতি শাহীন খা, সহ-সভাপতি এমরানুল হক রাহাত মৌলভী প্রমুখ।
এসময় বক্তারা আবু সাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে আরো কঠর আন্দোলনের ডাক দিবেন বলে হুশিয়ারি দেন।
বার্তা বাজার/জে আই