নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এমন তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তিন জনকে চলমান সেমিস্টার এবং পরবর্তী সেমিস্টারের সকল পরীক্ষা, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজকে চলমান সেমিস্টার এবং পরবর্তী সেমিস্টারের সকল পরীক্ষা ও অন্যজনকে চলমান সেমিস্টর এবং পরবর্তী দুই সেমিস্টারের সকল পরীক্ষা, শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজনকে চলমান সেমিস্টার এবং পরবর্তী সেমিস্টারের সকল পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. আনিসুজ্জাম বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ওই ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।’

বার্তা বাজার/জে আই