মাগুরায় শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে শনিবার মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৭ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পুষ্পমাল্য অর্পণে নিজ নিজ প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম, উপজেলা আওয়ামলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল সাহা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী রিয়া, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপজেলা প্রশাসন কর্তৃক সকাল সাড়ে ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

বার্তা বাজার/জে আই