নানান কর্মসূচি পালনের মধ্যদিয়ে আজ শনিবার মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী নারী পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামনের রাস্তায় মানববন্ধন পালন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ সরকার, জয়িতা বিজয়ী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিরিনা খাতুন, সমাজসেবক ও সংগঠক কৃষ্ণা রানী দাস, সফল জননী পিকিরণ নেছা, সফল উদ্যোক্তা নারগিস পারভীন প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন ঊদ্যোগে জীবন শুরু, সমাজ উন্নয়ন, সফল জননী ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ৫ জন নারীকে জয়িতা বিজয়ী হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
বার্তাবাজার/এম আই