মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খোর্দ্দরহুয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বদিয়ার জোয়ার্দারের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন। মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্থদের বাড়ি পরিদর্শন শেষে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।
কাজী জালাল উদ্দিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের বসতবাড়ি পরিদর্শন করেছি। ব্যক্তিগত ভাবে তাদের আর্থিক সহযোগিতা করা হয়েছে।
তিনি আরো বলেন, তাদের সরকারি সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর সাহায্যে চাইবো।
অসহায় পরিবারটিকে সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান তিনি।
উল্লখ্য, গত সোমবার দিবাগত রাতে গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন লেগে বসতবাড়ি,রান্নাঘর, গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।আগুনে পুড়ে ২ টি গরু ও ৪ টি ছাগল মারা যায়। গবাদি পশু রক্ষা করতে গিয়ে বদিয়ার জোয়ার্দার অগ্নিদগ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বার্তা বাজার/জে আই