ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সপ্তাহ ব্যাপী উদ্বোধন করা হলো ভূমি সেবা সপ্তাহ। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে এই সেবা।

সোমবার সকালে আশুগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্ত্বরে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি।

উদ্বোধনী অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাদলসহ বিশেষ ব্যক্তিবর্গসহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, এখন আর অফিসে এসে নয়। ভূমি সেবা গ্রহীতারা ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর, ই নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, অনলাইনে আবেদন, ভূমি সেবা অ্যাপ, উত্তরাধিকার ম্যাপ, জলমহালের আবেদন, ভূমি সংক্রান্ত্র অভিযোগ ইত্যাদি সেবা পাওয়া যাবে।

বার্তাবাজার/এম আই