ঢাকার কেরানীগঞ্জে একটি রং এর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ওয়াশপুর গার্ডেন সিটি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও গোডাউনের ভেতরে থাকা রং তৈরির কাঁচামাল, প্লাস্টিক ড্রাম, ও সকল আসবাবপত্র পুড়ে গেছে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, সন্ধ্যা ছয়টার দিকে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনে বিপুল পরিমাণ কেমিক্যাল ও রং তৈরির দাহ্য পদার্থ থাকায় আগুনের তাপ অত্যন্ত বেশি ছিল। প্রাথমিকভাবে রাসায়নিক বিক্রিয়ার কারণে আগুনের সূত্রপাত ধারণা করা হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বার্তা বাজার/জে আই