নাশকতার মামলায় খুলনা দিঘলীয়া থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী মো. এনামুল হাসান মাসুমকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ডেমরা সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনের বিস্ফোরক উপাদানাবলী আইনে গত ২ নভেম্বর মামলা হয় গাজী মো. এনামুল হাসান মাসুমের বিরুদ্ধে। মামলার পর থেকে মাসুম পলাতক ছিলেন। তিনি দিঘলীয়া থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বার্তাবাজার/এম আই