মাগুরার মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া-আউনাড়া বাজারের মধ্যবর্তী শিমুলতলা তানহা ব্রীকসের সামনের রাস্তায় মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় দুটি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে হারুন ফকির (৬০) নামে এক বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এঘটনার পরপরই মহম্মদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসেন।
মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মহম্মদপুর থেকে হারুন ফকির ইজিবাইকে চড়ে কানুটিয়া আসছিলেন। এসময় বিপরিত দিক মাগুরা থেকে আসা অন্য একটি ইজিবাইককের সাথে সরাসরি ধাক্কা দিলে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায় ও ঘটনাস্থলে হারুন ফকিরের মৃত্যু হয় এবং আহত ৩ জন মালিহা (৬), মিন্টু (৪০) ও আমির মোল্যা (৫০) কে মহম্মদপুর হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় নিহত হারুন ফকির কানুটিয়া গ্রামের মৃত মইজ উদ্দিন ফকিরের ছেলে।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে।
বার্তাবাজার/এম আই