মাগুরার শ্রীপুরে ২’শ ৫ গ্রাম হেরোইনসহ তরিকুল ইসলাম ও সোলাইমান ওরফে রুয়েল মিয়া নামের দুই যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার শ্রীকোল ইউনিয়নের দরিবিলা গ্রামের বাদশা মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২৮), সরইনগর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সোলাইমান অরফে রুয়েল মিয়া (২৬)।
শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শ্রীপুর থানার সাব ইন্সপেক্টর রামপ্রসাদ সরকার ও সঙ্গীয় ফোর্স উপজেলার শ্রীকোল বাজার এলাকা থেকে ৩ গ্রাম হেরোইনসহ সোলাইমান নামে এক যুবককে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দরিবিলা গ্রামে তরিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে আরো ২’শ ২ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি পালিয়ে যাই।এসময় ২’শ ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ ৭৫ হাজার টাকা।
শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এম আই