মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার দুপুরে অতি দরিদ্র গর্ভবতী নারীদের ‘গর্ভ সুরক্ষা ও নিরাপদ মাতৃত্ব’ প্রকল্পের আওতায় সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন।

সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম রাজু প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের ৩২ জন অতি দরিদ্র গর্ভবতী নারীকে ৩০ কেজি চাউল, ৪২ পিচ ডায়াপ্যাড, একটি মশারি, একটি র‍্যাকসিন ২ কেজি ডাউল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি গুড়, ৫ কেজি আলু, এক কেজি সুজি ও নগদ ৫০০ টাকা প্রদান করা হয়।

বার্তাবাজার/এম আই