মাদক সাম্রাজ্য হিসাবে খ্যাত দৌলতপুরে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে আটক করেছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলা পরিষদ বাজারের গোডাউন মোড় থেকে তাদের আটক করে পুলিশ।

আটকৃত ব্যক্তিরা হলেন, দৌলতপুর বিলপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী রাকিবুল ইসলাম, চকদৌলতপুর গ্রামের আশরাফুল ইসলাম, উপজেলা বাজার গ্রামের মিজানুর রহমান মিঠু, উপজেলা পূর্বপাড়া গ্রামের মেহেদী হাসান, একই গ্রামের এনামুল, স্বরূপপুর গ্রামের সোহাগ, মানিকদিয়াড় গ্রামের রবিউল ইসলাম।

রাকিব দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর ফেনসিডিলসহ র‍্যাব তাকে আটক করে।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মাদক ও অস্ত্র উদ্ধারে দৌলতপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্টদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বার্তাবাজার/এম আই