এই নিয়ে একই মাসে টানা তৃতীয় বারের মতো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বারিয়ায় নোঙ্গর করেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ম্যাজিস্ট্রি।

জাহাজ স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এর খুলনার সরকারি অপারেশন ম্যানেজার হোসেন ইমাম বলেন, জাহাজটি গত ৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে ছেড়ে এসে,এর মধ্যে ১৯ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা চট্টগ্রাম বন্দরে খালাস করে বাদ বাকি ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ দুপুর বারোটার দিকে মোংলা বন্দরে হারবারিয়া ১৩ তে নোংগর করে।

এরপরে কয়লা গুলি ছোট ছোট লাইটার জাহাজে করে পৌঁছে দেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে,সেখান থেকে এগুলি সংরক্ষণ করা হবে বিদ্যুৎ কেন্দ্রের ইয়ার্ডে এবং পরবর্তীতে এগুলি বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হবে। তিনি আরো জানান সম্পূর্ণ কয়লা খালাস করতে আগামী ছয় থেকে সাত দিন সময় লাগবে।

বার্তা বাজার/জে আই