কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোঃ নাটক (৪৫) নামে অস্ত্র ও মাদক মামলার এক আসামিকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের উজ্জ্বলের ইটভাটার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মোঃ নাটক দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের হাজিতুল্লাহ ওরফে হাদিসের ছেলে। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে আসামি নাটককে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা রুজু করে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ আগেরও আটটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বার্তাবাজার/এম আই