কুষ্টিয়া ও মাদারীপুর র্যাবের যৌথ আভিযানে রোববার দিবাগত রাতে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া গ্রাম থেকে কুষ্টিয়ার একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত ওয়াসিম রেজা (৪৩) কুষ্টিয়ার দোলতপুর উপজেলার শালিমপুর এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।
সোমবার র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেন, গ্রেপ্তারকৃত ওয়াসিম রেজার বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর থানায় একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে। এর মধ্যে ২টি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন তিনি।
রোববার দিবাগত রাতে কুষ্টিয়া ও মাদারীপুর র্যাবের যৌথ আভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বার্তাবাজার/এম আই