রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি(চাঁদপুর) গ্রামের মানসিক ভারসাম্যহীন জয়নাল আবেদিন কে খুঁজে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় মা।

অভিযোগ সূত্রে জানা যায়, (০১ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৭ ঘটিকার সময় বহুমুখী প্রতিবন্ধী জয়নাল আবেদিন বাড়ির কাউকে না জানিয়ে বের হয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুজি করে না পাওয়ার পর জয়নাল আবেদিনের মা বাদি হয়ে (১২ সেপ্টেম্বর) মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি করে।মিঠাপুকুর থানা জিডি নং-৮৭৪।

নিখোঁজ জয়নাল আবেদিনের মা জমিলা ক্রন্দনরত অবস্থায় জানান, বাবা মোর ছাওয়া হারাইছে। চেয়ারম্যানের কাছে গেইছো। মেম্বারের কাছে গেইছো।এলাকার মাইনসের কাছে গেইছো। থানায় গেইছো, কেউ মোর ছাওয়াক খুঁজি দেয় না। মোর ছাওয়াক তোমরা সবাই মিলি খুঁজি দাও। মোর ছাওয়াক ছাড়া মুই বাঁচপার নাও।

স্থানীয়রা জানায়, জয়নাল আবেদীন সকাল থেকে রাত অবধি স্থানীয় ঠাকুরবাড়ি বাজারেই থাকে। বহুমুখী প্রতিবন্ধী এই জয়নাল আবেদিন বাজারে আসা লোকজনের কাছে হাত পেতে টাকা নিয়েই তাঁর জীবন চালান। ইতিপূর্বেও কয়েকবার হারিয়ে গেছলো জয়নাল আবেদিন।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান জানান, নিখোঁজকে উদ্ধারে পুলিশ কাজ করছে। নিয়ম অনুযায়ী থানায় জিডি হওয়ার পরেই পুরো দেশে এ বিষয়ে একটি বেতার বার্তা পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এম আই