ফরিদপুরের আলফাডাঙ্গায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে স্বনির্ভর হয়েছেন অনেক তরুণ-তরুণী। ‘আশিক একাডেমি’ নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে সম্মানজনক আয় করছেন তারা।

স্বাধীন বিশ্বাস ও ঊর্মি আক্তার নামে দুই তরুণ-তরুণী পড়ালেখার পাশাপাশি গত মে মাস থেকে ‘আশিক একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন ফ্রিল্যান্সিংয়ের। আজ তারা স্বনির্ভর। হাতেও পেয়েছেন জীবনের প্রথম উপার্জন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদর বাজারের চুয়াল্লিশের মোড় নামক স্থানে প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয়ে তাদের উপার্জিত প্রথম আয় তুলে দেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু।

এসময় উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, আশিক একাডেমির উপদেষ্টা সাংবাদিক মিয়া রাকিবুল, আশিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আশিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বনির্ভর হওয়া স্বাধীন বিশ্বাস ও ঊর্মি আক্তার জানান, ‘আশিক একাডেমি থেকে গত মে মাস থেকে ফ্রিল্যান্সিংয়ের ওপর প্রশিক্ষণ শুরু করি। আজ আমরা স্বনির্ভর। জীবনের প্রথম নিজেদের উপার্জিত অর্থ হাতে পেয়ে বেশ খুশী লাগছে।’

আশিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আশিকুজ্জামান জানান, ‘আত্ম স্বাবলম্বী করার প্রয়াসে গতবছরের জানুয়ারীতে যাত্রা শুরু করে আশিক একাডেমি। শুরুর দিকে তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা কম থাকলেও ধীরে ধীরে তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।’

আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বার্তা বাজার’কে বলেন, ‘চাকরি নামক সোনার হরিণ, মন্দা ব্যবসা কিংবা পরনির্ভরশীলতা কমাতে আত্ম কর্মসংস্থানের যখন বিকল্প নেই তখন নানান বয়সীদের যুগপত প্রশিক্ষণে প্রশিক্ষিত করে আত্ম স্বাবলম্বী করে তুলছে প্রতিষ্ঠানটি। সেইসাথে বেকার মুক্ত আলফাডাঙ্গা বিনির্মাণে আশিক একাডেমি অগ্রণী ভূমিকা পালন করছে।’

বার্তা বাজার/জে আই