নাটোরে লালপুরে শত্রুতা করে তরিকুল ইসলাম ও আলাল উদ্দিন নামের দুই কৃষকরে জমির লাউ ও মরিচ গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৩০ আগষ্ট) রাতে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া চিলান গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক তরিকুল ইসলাম ও আলাল উদ্দিন জানায়, তাদের নিজেদের কোন জমি নেই। তারা দুইজনে ১০ হাজার টাকা এক বিঘা গোরস্থানের জমি লিজ নিয়ে মরিচ ও মাচা দিয়ে লাউয়ের চাষ করেছিলেন। সবে মাত্র মরিচ ও লাউ গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। গত কাল দুপুরেও তারা মরিচ ও লাউ গাছ পরিচর্যা করে বাড়ি ফিরেছেন। আজ বৃহস্পতিবার সকলে জমিতে গিয়ে দেখেন সব মরিচ ও লাউ গাছ কে বা কাহারা কেটে নষ্ট করেছে।
কৃষক আলাল উদ্দিন আরো জানায়, দুজনের যা পুঁজি ছিলো সব দিয়ে মরিচ ও লাউয়ের চাষ করেছিলেন। বিক্রির আগেই শত্রুতা করে সব শেষ করে দিয়েছে। এতে তাদের প্রায় এক লাখ বিশ হাজার টাকা ক্ষতি হয়েছে।
লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বার্তাবাজার/এম আই