চাঁদাবাজি মামলা দায়ের করে চরম বিপাকে পড়েছে সৈয়দ মোস্তফা আলী আফছার (৮০) নামে এক মৎস্য ব্যবসায়ী। ভুক্তভোগী সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের মৃত সৈয়দ আব্দুর ছাত্তারের ছেলে।

ভুক্তভোগী মোস্তফা আলী আফছার জানান, দীর্ঘ ২৩ বছর যাবত শ্যামনগর উপজেলার ভুরুলিয়া মৌজায় প্রায় ৪০ বিঘা জমি লিজ নিয়ে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন তিনি ও তার ছেলে জাকির হোসেন। বিগত কয়েক মাস আগে ওই ঘেরে অংশীদার থাকতে চান শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রামের জব্বার গাজীর ছেলে আবু ইমরান।
ওই সময় ব্যবসায় অংশীদারিত্ব রাখতে অসম্মতি জানান আফছার। এতেই বাঁধে বিপত্তি। ক্ষমতার দাপট দেখিয়ে ওই ঘের জবর দখলের চেষ্টা চালায় ইমরান গং। এক পর্যায়ে নিরুপায় হয়ে গত ২৫ শে এপ্রিল ইমরান তার সহযোগী জাহাঙ্গীর আলম ও আইয়ুব হোসেনের নামে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী।

এতে আরো ক্ষিপ্ত হয়ে যায় ইমরান ও তার সহযোগীরা। পরবর্তীতে তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে ইমরান গং। চাঁদার টাকা দিতে অস্বীকার করে ভুক্তভোগী আফছার।

গত ৯ মে বেলা ১১ টার দিকে ঘেরের ভেতরে আচমকা হামলা চালায় ইমরান তার সহযোগীরা। দেশীয় অস্ত্রসস্ত্রের মুখে জিম্মি করে আলী আফছারের কাছ থেকে ১ লক্ষ সাড়ে ২৮ হাজার টাকা ছিনতাই করে ইমরান গং।

এছাড়া ঘেরের বাসা ভাংচুর করে ত্রাস সৃষ্টি করা হয়। ওই সময় ঘেরের কর্মচারী কালু গাজীকে বেপরোয়া মারপিট করে তারা। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে তাদের হাত থেকে আফছার ও কালু গাজীকে উদ্ধার করে। ঘটনার দিন সন্ধ্যায় ৫ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করে ভুক্তভোগী আফছার।

মামলার আসামিরা হলেন, শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রামের ইমরান হোসেন (৩৩), একই এলাকার মৃত শেখ আব্দুর রশিদের ছেলে শেখ শহিদুল ইসলাম (৫৫) তার মেয়ে শাহানারা খাতুন (৩০), মঠবাড়ী এলাকার আমির আলী গাজী (৪৫) ও কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত শেখ আব্দুর রশিদের ছেলে জাহাঙ্গীর আলম (৫০)।

এঘটনায় পুলিশ মামলার ২ নং আসামি জাহাঙ্গীরকে আটক করলেও বাকি আসামিরা পলাতক রয়েছে।

আলী আফছারের ছেলে জাকির হোসেন জানান, বর্তমানে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

ইমরান ও তার সহযোগী শাহানারা খাতুন মামলা উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে দিয়ে তাদেরকে হুমকি প্রদান করে আসছে।

এদিকে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অভিযুক্ত আবু ইমরানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, চাঁদাবাজির অভিযোগে জাহাঙ্গীর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।

বার্তাবাজার/এম আই