টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে উপজেলা চত্বরে শত শত মানুষের ঢল নামে।

আজ মঙ্গলবার (১৫আগস্ট) সকাল ১১টায় উপজেলা চত্বরের মুক্তির মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা।

পরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, ওসি মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/জে আই