টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৯আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মির্জাপুর উপজেলাসহ সারাদেশের ১২৩টি উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্স শেষে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ ধাপে ৬৪ পরিবারকে জমি ও গৃহের কাগজপত্রাদি হস্তান্তর করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনি, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহাসহ আরো অন্যান্য কর্মকর্তা।

এ উপজেলায় সর্বমোট ৪১৯টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।

বার্তা বাজার/জে আই