ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ কেজি জেলি পুশকরা চিংড়ি উদ্ধার করা হয়েছে। বুধবার (২ আগষ্ট) আনুমানিক রাত পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ড ও কেরানীগঞ্জ মৎস্য দপ্তর। এসময় অভিযানে নেতৃত্বদেন বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশনের লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয়।

অভিযান চলাকালে সাতক্ষীরা থেকে সিলেট গামী ২টি ট্রাক এবং সাতক্ষীরা থেকে ঢাকাগামী ৩টি যাত্রীবাহী বাস তল্লাশী করে বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এ সময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিক এর উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকরা চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বার্তা বাজার/জে আই