ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের মশা নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান শুরু হয়েছে। রোববার (৩০ জুলাই) সকালে এ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মশক নিধন অভিযানের উদ্বোধন করেন, পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু। পরে ডেঙ্গুতে আক্রান্ত দুই পৌর নাগরিককে দেখতে যান তিনি।

পৌরসভা সূত্র থেকে জানা যায়, অভিযান চলাকালে সর্বত্র মশার কীটনাশক প্রয়োগ করা হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। বিভিন্ন ড্রেন ও জলাশয়ে মশার ওষুধ প্রয়োগ করা হবে।

পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেন, ২টি ফগার মেশিন ও ২টি স্প্রে মেশিন দিয়ে মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুদ রয়েছে। ধারাবাহিকভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রত্যেকটি ওয়ার্ডে ওষুধ ছিটানো অব্যাহত রাখব। যে পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসবে সে পর্যন্ত ওষুধ ছিটানো হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, পৌর কাউন্সিলর এনায়েত হোসেন, সৈয়দ রোমান আলী ও পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদ প্রমুখ।

বার্তা বাজার/জে আই