নাটোরের লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য দপ্তর।

সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট
বাংলাদেশ।

এ উপজেলায় বছরে মাছের চাহিদা ৫ হাজার ৮৫২ টন। উৎপাদন হয় প্রায় ৫ হাজার ১৭৫ টন। প্রতিবছর ঘাটতি থাকে ৬৭৭ টন। এই ঘাটর্তী মেটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লালপুর উপজেলার যেসব পুকুরে অন্তত বছরের ৩-৪ মাস পানি থাকে
সেখানে মাছ চাষ করার জন্য চাষিদের বিশেষ তাগিদ দেন তিনি।

এ সময় উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/রাহা