প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের খেলায় উৎসাহী করে তুলতে মাগুরার শ্রীপুরে জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মে) সকালে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি গ্রাম থেকে ৩০ জন ছেলে ও ৩০ জন মেয়ে অংশগ্রহণ করে। পরে ১৫ জন করে খেলোয়াড়ের সমন্বয়ে ৪টি দল গঠন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের পারস্পরিক সহযোগিতায় শ্রীপুর উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতা বাস্তবায়ন করে। ৪ টি দল গঠন করে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফের মাগুরা জেলা প্রতিনিধি স্বপন ফোলিয়া।জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)শ্যামানন্দ কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলা, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য মামুন মৃধা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে পারলেই আজকের শিশুরা ভবিষ্যৎ এ ভালো কিছু করতে পারবে। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার আয়োজন করলে শিক্ষার্থীরা তাহলে মোবাইলে আসক্ত হবে না। মাদকের দিকেও যাবে না। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

শিশু কিশোরদের এ ক্রিকেট খেলা দেখতে মাঠে শিক্ষার্থী, অভিভাবক, দর্শক উপস্থিত ছিলেন।

দেশের তৃণমূলে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ক্ষেত্রে সুযোগ-সুবিধা প্রদান এবং খেলাধুলার মাধ্যমে তাদের দৈহিক, মানসিক উন্নয়নের জন্য এ প্রতিযোগিতার আয়োজন।

বার্তাবাজার/এম আই