মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে শনিবার দুপুরে জেলার ৪ উপজেলার ১৮২ শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ১৬১ মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলার ৭৪ টি বিদ্যালয়ের ৫০০ জন, শ্রীপুর উপজেলার ৩৩ টি বিদ্যালয়ের ১৯৯ জন, শালিখা উপজেলার ৩৫ টি বিদ্যালয়ের ২১৬ জন ও মহম্মদপুর উপজেলার ৪০ টি বিদ্যালয়ের ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে দুই ভাগে ১ হাজার ১৬১ টি ট্যাব প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি কমলেশ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বিশ্বাস ইকরাম আলী, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ।

শালিখা উপজেলা পরিসংখ্যান অফিসার নাজমুল হুসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখে জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আয়েশা আক্তার মিলি। অনুষ্ঠানে জেলার ৪ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আজকের শিক্ষার্থীই আগামীদিনের সমাজ বিনির্মাণের কারিগর। স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য এসব শিক্ষার্থীকে বিশেষ ভূমিকা রাখতে হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী মেধাবী শিক্ষার্থীকে আরও যোগ্য করে গড়ে তুলতে ট্যাব বিতরণের কর্মসূচি গ্রহণ করেছেন।

বার্তাবাজার/রাহা