সাতক্ষীরার কালিগঞ্জে ১৬ বছরের এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজাহার আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। বুধবার (৫ জুলাই) মধ্যরাতে উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, কাশিবাটি গ্রামের ১৬ বছরের কিশোরীর সাথে উপজেলার একই ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের জগদীশ চন্দ্রের ছেলে সন্দীপ সরকার(২০) এর বিয়ের আয়োজন করা হয়।

ওই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন এবং কনে পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ওই কিশোরীর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এমন মুচলেকা দিয়েছে কিশোরীর পিতা। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/রাহা