বান্দরবানের লামায় প্রায় দুই লাখ টাকা দামের বন্যপ্রাণি এক তক্ষক (টুটটেং) জব্দসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ। রবিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় ফাঁসিয়াখালী ইউপির ৬ মাইল নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, চকরিয়া ফাঁসিয়াখালীর মো. কুতুব উদ্দীন (৪২) পিতা নূরুল হুদা, একই ইউপির মো. নাজিম উদ্দীন (৪৫) মো. পেটানের ছেলে।

জানা যায়, উপজেলা ফাঁসিয়াখালী ইউপির ৬ মাইল নামক এলাকায় এসআই (নি:) সাজ্জাদ চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ ডিউটি কালীন লামা থেকে চকরিয়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে গাড়ির পেছনে বসা মো. কুতুব উদ্দীন (৪২) এর হাতে থাকা প্লাস্টিকের বাজারের বেগ তল্লাশি করে লেজসহ লম্বা অনুমান ১২ ইঞ্চি একটি তক্ষক জব্দ করা হয়। এসময় বন্যপ্রাণী তক্ষক ও পরিবহন কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন দুই লাখ টাকা দামের মোটরসাইকেল (yamaha ফাইজার) জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামিরা বন্যপ্রাণী ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ ৩৯/৪১ ধারার মামলা প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/এম আই