সাতক্ষীরার কালিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্দ্ধ-১৭ এর ফাইনাল খেলা রোববার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কৃষ্ণনগর ইউনিয়ন ও কুশুলিয়া ইউনিয়নের মধ্যকার তীব্র প্রতিদ্বিতাপূর্ণ খেলাটি নির্দ্ধারিত সময়ে গোলশূণ্যভাবে শেষ হয়।

পরবর্তীতে টাইব্রেকারে কুশুলিয়া ইউনিয়ন ৩-১ গোলের ব্যবধানে কৃষ্ণনগরকে পরাজিত করে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচসেরা হয়েছেন কুশুলিয়া ইউনিয়ন দলের খেলোয়াড় হানজালা এবং দারুণ নৈপুন্য প্রদর্শন করে দলকে ফাইনালে উন্নীত করায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কৃষ্ণনগর ইউনিয়ন দলের গোলরক্ষক নাঈম। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন মিজানুর রহমান এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান ও বাবু।

ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু।

উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রশান্ত কুমার ব্যানার্জী প্রমুখ।

বার্তাবাজার/এম আই