পটুয়াখালীতে ৫ হাজার সাতশো পিস ইয়াবাসহ শিশু সাজ্জাদ হোসেন হাওলাদার (১৬) এবং সুমন হাওলাদার (২৬) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ জুন মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপার্দ করা হয়েছে। সাজ্জাদ টাউন বহালগাছিয়া এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে এবং সুমন হাওলাদার বড়বাড়ি এলাকার মৃত এছাহাক হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুন সোমবার দিবাগত রাতে পৌর শহরের টাউন কালিকাপুর এলাকায় জনৈক খালেক হাওলাদারের ভাড়াটিয়া ঘরে অভিযান চালিয়ে শিশু সাজ্জাদ হোসেনকে আটক করে। তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট ও হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ থেকে ৫৭০০ পিস ইয়াবা উদ্ধার হয়। পরে সাজ্জাদের দেয়া তথ্য অনুসারে শহরের কলেজ রোড এলাকা থেকে পটুয়াখালী সদর থানায় মাদক, চুরি, ডাকাতিসহ ১০ টি মামলার পলাতক আসামী সুমন হাওলাদারকে গ্রেফতার করে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে সোপার্দ করা হয়েছে।
বার্তা বাজার/জে আই