সাতক্ষীরার কালিগঞ্জে ইউনিয়ন পরিষদে কর্মরত দফাদার ও মহল্লাদারদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ জুন) বেলা ১১ টায় আনুষ্ঠানিক ভাবে ২০২২-২৩ অর্থবছরে বাইসাইকেল ও পোশাক বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল প্রমুখ।

প্রধান অতিথি উপজেলার ১২ ইউনিয়নে কর্মরত ১২ দফাদার এবং ১৪২ মহল্লাদারকে বাইসাইকেল ও পোশাক প্রদান করেন।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য নবনির্মিত ব্যারাক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মঈদুল ইসলাম।

বার্তা বাজার/জে আই