পটুয়াখালীতে ২ লক্ষ ৪০ হাজারের অধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১২ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের ইটিপি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন মোহাম্মদ কবির হাসান এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, আগামী ১৫ থেকে ১৮ জুনের মধ্যে যেকোন এক দিন জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। লক্ষমাত্রার পঁচিশ হাজার তিন শত তিয়াত্তর জন ছয় থেকে এগারো মাস বয়সী শিশুকে নীল রঙের এবং দুই লক্ষ ষোল হাজার সাত শত তিয়াত্তর জন বারো থেকে ঊনষাট মাস বয়সী শিশুকে লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জেলায় ছয়টি স্থায়ী কেন্দ্র ও এক হাজার আট শত একুশটি অস্থায়ী কেন্দ্রে স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী, সিএইচসিপি, এনজিও কর্মী, সুপার ভাইজার ও স্বেচ্ছাসেবক হিসেবে চার হাজার ছয় শত সাতষট্টি জনকে প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে প্রত্ত্যেক উপজেলায় পর্যাপ্ত সংখ্যক ভিটামিন এ ক্যাপসুল প্রেরণ করা হয়েছে।

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন উপজেলায় কর্মরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাগণ ও গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই