টেকসই দুগ্ধ শিল্প সুস্থ মানুষ সবুজ পৃথিবী শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শিশুদের টিশার্ট ও দুগ্ধ বিতরণ করেন জেলা প্রাণী সম্পদ দপ্তর।
রবিবার (১১ জুন) দুপুরে পৌর শহরের মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ৪৪ নং শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে এ নিরাপদ দুগ্ধ ও টিশার্ট বিতরণ করা হয়।
এসময় জেলা প্রাণী সম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ সঞ্জীব কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও পটুয়াখালী সদর প্রাণী সম্প্রসারন কর্মকর্তা মোঃ সাঈদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ মোঃ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ জেরিন সুলতানা, মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ ফরিদা ইয়ামিন।
এসময় জেলা প্রাণী সম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ সঞ্জীব কুমার বিশ্বাস বলেন, প্রতিদিন অন্তত এক গ্লাস দুধ ও একটা ডিম খাওয়া শিশুদের শরীর এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১ জুন বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শিশুদের যে টিশার্ট ও দুগ্ধ বিতরণ করার কথা ছিলো তা আজ ১১ জুন কেন বিতরণ করা হলো সাংবাদিকদের এম প্রশ্নের জবাবে তিনি জানান, আসলে ১ জুন র্যালি ও আলোচনা সভা শেষ করতে ৩টা বেজে যায় এবং এর মধ্যে স্কুলের শিক্ষার্থীরা বাসায় চলে যায় তাই সেদিন শিশুদের টিশার্ট ও দুগ্ধ বিতরণ করা হয়নি। পরে প্রচন্ড গরমের কারণে ৫ থেকে ৮ জুন প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকে। এছাড়া সাপ্তাহিক ছুটিরও দুদিন বন্ধ থাকে বলে তাই টিশার্ট ও দুগ্ধ বিতরণ করা সম্ভব হয়নি। তবে আজ বুধবার স্কুল খোলা থাকায় দুইটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে দুগ্ধ দিবসের টিশার্ট ও দুগ্ধ বিতরণ করা হয়।
বার্তাবাজার/এম আই